দেশে এখন
0

আবারো উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল

কয়েকদিন শান্ত থাকার পর আবারো উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন।

এর আগে উপজেলার জিরাবো এলাকায় সকাল পৌনে ৯টার দিকে ম্যাসকট ও রেডিয়েন্স গার্মেন্টেসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়।

শিল্প পুলিশ জানায়, নিহত রোকেয়া বেগম মাস্কাট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন।