আজ (শনিবার, ২২ মার্চ) সকাল ৯টার দিকে নগরীর ইপিজেড মোড়ে বিক্ষোভ শুরু করে জেএমএস নামে একটি পোশাক কারখানার হাজারো শ্রমিক।
আন্দোলনকারীরা জানান, গত দুই থেকে তিন মাস ধরে বেতন পরিশোধ করছে না মালিক পক্ষ। এসময় বেতন বোনাস পরিশোধের দাবি জানান তারা।
এদিকে, এ ঘটনায় সড়কের দুই পাশে আটকা পড়ে আমদানি-রপ্তানির পণ্যবাহী পরিবহনসহ কয়েক হাজার যানবাহন। সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় ৪ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।