অপরাধ ও আদালত
দেশে এখন
0

ঢাকার সহিংসতাকে বেশি গুরুত্ব দেয়া হবে: প্রসিকিউটর মো. তাজুল

জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২৩টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ঢাকার সহিংসতার ঘটনাকে বিচারে সবচে বেশি গুরুত্ব দেয়া হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনালের প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে শিক্ষার্থী সাব্বির হত্যা মামলার অভিযোগ দাখিলের পর এসব কথা বলেন তিনি।

জুলাই- আগস্ট সহিংসতায় নিহত, আহতদের তথ্য নিয়মিত জমা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিশন টিম আলামত, তথ্য উপাত্ত সংগ্রহ করছে। দায়ীদের দ্রুত বিচার হওয়া জরুরি বলেও জোর দেন প্রধান প্রসিকিউটর।

এছাড়া আরো বলেন, ‘এমনভাবে বিচার করতে হবে, যাতে কোনো বিতর্ক না হয়। ট্রাইব্যুনাল পুনর্গঠন করতে হবে। ট্রাইব্যুনালে যত ঘাটতি থাকুক, বিচার কাজ এগিয়ে নিতে কাজ করা হচ্ছে।’

পরে নিহত সাব্বিরের বাবা বলেন, তার একমাত্র সন্তান হত্যার বিচার চান তিনি। বাগেরহাটে একটি কলেজে পড়তো সাব্বির। আন্দোলন করতে ঢাকা এসেছিলেন তিনি। ১৯ তারিখ পুলিশের গুলিতে মারা যান সাব্বির।


এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর