জুলাই- আগস্ট সহিংসতায় নিহত, আহতদের তথ্য নিয়মিত জমা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিশন টিম আলামত, তথ্য উপাত্ত সংগ্রহ করছে। দায়ীদের দ্রুত বিচার হওয়া জরুরি বলেও জোর দেন প্রধান প্রসিকিউটর।
এছাড়া আরো বলেন, ‘এমনভাবে বিচার করতে হবে, যাতে কোনো বিতর্ক না হয়। ট্রাইব্যুনাল পুনর্গঠন করতে হবে। ট্রাইব্যুনালে যত ঘাটতি থাকুক, বিচার কাজ এগিয়ে নিতে কাজ করা হচ্ছে।’
পরে নিহত সাব্বিরের বাবা বলেন, তার একমাত্র সন্তান হত্যার বিচার চান তিনি। বাগেরহাটে একটি কলেজে পড়তো সাব্বির। আন্দোলন করতে ঢাকা এসেছিলেন তিনি। ১৯ তারিখ পুলিশের গুলিতে মারা যান সাব্বির।