রাজনীতি
দেশে এখন
0

নানকের অবস্থান সন্দেহে মৌলভীবাজারে দুটি বাড়ি ঘেরাও

মৌলভীবাজারের জুড়ির ফুলতলা সীমান্তে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের অবস্থান রয়েছে এমন সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও বিজিবি। আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুটি বাড়ি ঘেরাও করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।

জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। কোনো ঘোষণা না দিয়ে দেশত্যাগের ঘটনায় বিপাকে পড়েন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ওইদিনের পর থেকে অধিকাংশ নেতাকর্মী আত্মগোপণে চলে যান। এরপর থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী গ্রেপ্তার হতে থাকে।

এর অংশ হিসেবে সবশেষ রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে মিরপুর মডেল থানায় দায়ের করা সিয়াম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। একই মামলায় রোববার রাত ১১টায় রাজধানীর বেইলি রোড থেকে গ্রেপ্তার করা হয় আসাদুজ্জামান নূরকে।

তাদের পর আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নানকের অবস্থান রয়েছে এমন সন্দেহে জুড়ির ফুলতলা সীমান্তে থাকা দুটি বাড়ি ঘেরাও করে পুলিশ ও বিজিবি। তবে এখন পর্যন্ত বাড়িতে কে বা কারা আছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এএইচ