রাজনীতি
দেশে এখন
0

জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্ভব নয়: মির্জা ফখরুল

জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্ভব নয়, আর এর জন্য আগে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) ডিআরইউ'তে জেএসডি আয়োজিত দ্বি-কক্ষ পার্লামেন্ট, উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্ভব নয়। যার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। এই নির্বাচন দেয়ার জন্য যে সংস্কার, পরিবর্তন দরকার, সেটি এখন করতে হবে। বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার।

এসময় তিনি উল্লেখ করেন কিছু দায়িত্বপ্রাপ্ত লোকও অগ্রহণযোগ্য বক্তব্য দিচ্ছেন।

অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, 'সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শিশু কিশোর হত্যাকারীদের ক্ষমা করা যাবে না। দ্রুত বিচার করতে হবে।'

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর