দেশে এখন
0

সুনামগঞ্জের সীমান্তে সাড়ে ১৯ লাখ ভারতীয় রুপিসহ একজন আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ (শুক্রবার, ১৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপি'র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার।

আটককৃত যুবক দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মো. সুরুজ আলমের পুত্র মোহাম্মদ হৃদয় মিয়া (২৫)।

বিজিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর) রাতে ১২৩৫/৪ এস নম্বর পিলার থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে দক্ষিণ কলাউড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে অবৈধ পথে ভারতীয় নাগরিক বাদরেন নামে এক ব্যক্তির নিকট মাছ বিক্রি করে টাকা নিয়ে বাংলাদেশে আসার পথে বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে হৃদয় মিয়া আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

বাংলাবাজার বিওপি'র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার বলেন, 'ইদানীং দোয়ারাবাজারের সীমান সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। আমরা তাদের দমনে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। গতকাল রাতেও বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছি।'

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
দেশ পুনর্গঠনে দেশবাসীকে ঐক্যবব্ধের আহ্বান লেবানিজ প্রধানমন্ত্রীর

কাল বিচারিক কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা চট্টগ্রাম আইনজীবী সমিতির

অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত

সুনামগঞ্জে বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় জামিন পেলেন এম এ মান্নান

নির্মাণের দেড় বছরেও চালু হয়নি বাল্লা স্থলবন্দরের কার্যক্রম

পার্থে যশস্বী জয়স্বাল ও বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড

কয়েক দফার বন্যায় সুনামগঞ্জের পর্যটন শিল্পে ধস

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে চালকের আসনে ভারত

কোনোমতে দলীয় সেঞ্চুরি অস্ট্রেলিয়ার, দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত

পার্থ টেস্টের প্রথম দিনে ভারতের চেয়ে ৮৩ রানে পিছিয়ে অজিরা

ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসির আর্জেন্টিনা

কাল বর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত