দেশে এখন
0

ভৈরবে মেঘনা নদীতে ভাঙন, গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে ঝুঁকি

ভৈরবে মেঘনা নদীতে কেপিআই এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। নদী ভাঙনের ফলে মেঘনা নদীর তীরবর্তী এলাকার অনেক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে। বসত-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে যাওয়ায় অনেকেই গৃহ ও কর্মহীন হয়ে পড়েছেন। ব্যাপক ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে এ ভাঙ্গন দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। ভাঙন রোধে এখনই ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতির আশঙ্কা স্থানীয়দের।

বর্ষা মৌসুম শেষ না হতেই ভৈরবের মেঘনা নদীতে ভাঙন দেখা দিয়েছে।

গত রোববার রাত ২ টায় হঠাৎই মেঘনা নদীর- যমুনা ও মেঘনা ডিপোঘাট এলাকায় নদী ভাঙন দেখা দেয়। যাতে নদী গর্ভে চলে যায় ১৮ ঘর-বাড়ি, দোকানপাট সহ কয়েক লাখ টাকার মালামাল।

ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে জ্বালানী তেল সরবরাহকারী যমুনা-মেঘনা ডিপোঘাট, সার গোডাউন, ২টি রেল সেতু ও ১ টি সড়ক সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আর এসব স্থাপনা নদীতে চলে গেলে দেশের ২৭টি জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি বন্ধ হয়ে যেতে পারে সিলেট ও চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ।

গত ২ বছর আগেও ডিপোঘাটের ২০০ মিটার সামনে মেঘনার ভাঙনে বেশ কিছু বসত ঘর ও মিলের মাঠ নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনায় ২ জন মারা যান। স্থানীয়দের স্পষ্ট অভিযোগ ড্রেজারে বালি উত্তোলনের ফলেই দেখা দিচ্ছে ভাঙন। মেঘনা নদী থেকে বালি উত্তোলন দ্রুত বন্ধ করার দাবি তাদের। সাথে নিতে হবে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ।

এলাকাবাসিদের মধ্যে একজন বলেন, 'ড্রেজার আছে ৩-৪টা । এই ড্রেজার দিয়ে যখন টান দিছে তখন ঘর-বাড়ি, দোকানপাট ভেঙে নদীতে চলে যায়। একই সাথে ৪টা ঘর ভেঙে যায়।'

থাকার কোনো জায়গা নাই। খোলা ময়দানে যা পাইছি তাই নিয়ে থাকতেছি বলেও জানান ভুক্তভোগীদের মধ্যে একজন।

আরো একজন বলেন, 'কোনো কিছু নিয়ে আমরা বের হতে পারিনাই। এখন সরকারের কাছেই আমরা সহায়তা চাই।'

উপজেলা প্রশাসন বলছে, ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে, সেই সাথে বালু উত্তোলনের কারণে এমন ভাঙ্গন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা নিবার্হী অফিসার ও সহকারি কমিশনার মো: রেদুয়ান আহমেদ রাফি বলেন, '১৭২ মিটারের মধ্যে ৩৬ মিটার এলাকাতে জিও ব্যাগ ফেলানো হয়েছে। আর ৭২ ঘন্টার মধ্যে সমস্ত এলাকাতে ১৭২ মিটারই আমরা জিও ব্যাগ দিয়ে কভার করার চেষ্টা করব। ড্রেজারে বালি উত্তোলনের ফলে যদি এমনটি হয়ে থাকে তাহলে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিবে।'

বসতভিটা নদী গর্ভে বিলীন হওয়ায় ১৮টি পরিবার এখন বাস্তুহারা জীবন যাপন করছেন। দ্রুত পুনর্বাসনে ব্যবস্থা করার জোর দাবি তাদের।

এই সম্পর্কিত অন্যান্য খবর
বন্যা পরবর্তী সময়ে সুনামগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন

নদী ভাঙনে উদ্বেগ-উৎকণ্ঠায় ফেনীবাসীর দিনযাপন

নড়াইলের নবগঙ্গা ভাঙনে নদীগর্ভে অর্ধশতাধিক বসতভিটা

দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীতে দেখা দিয়েছে ভাঙন

'নদী ভাঙন নিয়ে পরিকল্পনা করেনি পানি উন্নয়ন বোর্ড'
'নদী ভাঙন নিয়ে পরিকল্পনা করেনি পানি উন্নয়ন বোর্ড'

মধুমতী নদীর ভাঙনে নদীগর্ভে জমি-ঘরবাড়ি
মধুমতী নদীর ভাঙনে নদীগর্ভে জমি-ঘরবাড়ি

বর্ষার শুরুতেই তীব্র ভাঙন দেখা দিয়েছে জামালপুরে

বর্ষার শুরুতেই আতঙ্কে পড়েন নদী তীরবর্তী মানুষ
বর্ষার শুরুতেই আতঙ্কে পড়েন নদী তীরবর্তী মানুষ

খোয়াই নদীর বাঁধে ভাঙন, রুদ্ররূপে কুশিয়ারা

সুনামগঞ্জ-মৌলভীবাজারে বাড়ছে বন্যা আতঙ্ক