দেশে এখন
0

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৪

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে তিন কলেজের ১৪ জন শিক্ষার্থী। আহতদের অধিকাংশই মাথায় আঘাত পেয়েছে। আজ (মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে ঢাকা কলেজের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা কলেজের আহতরা শিক্ষার্থীরা হলো অভি (১৮), মুসা (২৫), আব্দুল্লাহ (১৮), সিয়াম (১৮), বাধন (১৭), আব্দুল্লাহ (১৭), তৌহিদুর রহমান (১৭), সামির (১৭), বকতিয়ার (১৭) ও শামীম (১৭)।

এবং আইডিয়াল কলেজের আহত শিক্ষার্থীরা হলো উসাইব (১৮), তানভির (২০), সিয়াম (১৭)। এছাড়া ইটের আঘাতে আহত হয়েছে গভঃমেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত (১৮)।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করে।

ঢাকা কলেজের আহত একজন শিক্ষার্থী বলেন, 'আজকে নবীন বরণের অনুষ্ঠান ছিল কলেজের হল রুমে। অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সাথে সাথে বিজয় চত্বর নাঈমের গলি গেটের সামনে পৌঁছালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। নিক্ষেপ করা ইটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়।'

এছাড়া ঢাকা কলেজের অপর এক শিক্ষার্থী বলেন, 'জানতে পেরেছি সকালে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে কে বা কারা মারধর করেছে। এই কারণে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ছাত্রদের সন্দেহ করে। এমন অভিযোগে তারা ঢাকা কলেজের ক্যাম্পাসে এসে আমাদের ওপর হামলা করে।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় ১৪ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে, মারামারি বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন জানান, 'ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের নতুন ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে, দুই কলেজের ছাত্রদের মধ্যে সকালে যেকোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই দুপুরের দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।'

ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এসএস