দেশে এখন
3

বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি-অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী। আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে সারমারা বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এ সময় বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুম চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বর্তমান প্যানেল চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ইউপি সদস্য আব্দুল বাছেদ, সংরক্ষিত মহিলা মেম্বার লাইলি বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফয়সাল আহমেদ জোমানসহ আরো অনেকে।

এ সময় বক্তারা নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুমের দ্রুত অপসারণ দাবি করেন।

বগার চর ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সরকার পতনের পরে মাসুম চেয়ারম্যান আর পরিষদে আসেনি। তার বিরুদ্ধে রয়েছ নানা অনিয়ম দুর্নীতি এবং স্বজন প্রীতির অভিযোগ। বর্তমানে পরিষদ তালা বদ্ধ রয়েছে। এতে করে সেবা প্রার্থীরা বিপাকে পড়েছেন।

মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের মেম্বার ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা সহ বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের কাছে স্মারক লিপি দেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর