দেশে এখন
0

২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজ সাক্ষরিত প্রজ্ঞাপনে বিভিন্ন জায়গায় কর্মরত এসব কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ছবি: প্রজ্ঞাপন

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করে ২৫ ডিসিকে প্রত্যাহার করে নেয়া হয়।

ওইদিন এক আদেশে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, হবিগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, গাজীপুর, মাগুরা, রংপুর, মৌলভীবাজার, গাইবান্ধা, নওগাঁ, নোয়াখালী, নাটোর, কক্সবাজার, গোপালগঞ্জ জেলার ডিসিকে প্রত্যাহার করার কথাও জানানো হয়।

আলাদা একটি আদেশে, ফরিদপুর, পাবনা, শেরপুর, কুষ্টিয়া, চাঁদপুর, ঝিনাইদহ, বগুড়া, জয়পুরহাট জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়।

কেফা

এই সম্পর্কিত অন্যান্য খবর