দেশে এখন
0

গাজীপুর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গাজীপুর

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুকিমুদ্দিন ওরফে লোকমানকে (৫৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১। রোববার (৮ সেপ্টেম্বর) গাজীপুর বাসন থানাধীন কড্ডাবাজার সাকিনস্থ এলাকায় আত্মগোপন থাকা অবস্থায় মোল্লা হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) গাজীপুর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান র‌্যাবের অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের মাধ্যমে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের করা মামলার  আসামিকে একটি ফোনসহ গাজীপুর বাসন থানাধীন কড্ডাবাজার সাকিনস্থ এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায়  র‌্যাব-১ এর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও বলা হয়, গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এর আগে ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ভিতরে থাকা কারাবন্দিরা বেআইনি দাঙ্গা-হাঙ্গামা শুরু করে। কারাগারের ভিতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। এসময় কারাবন্দি হামলায় ২৫ জন কারারক্ষী গুরুতর আহত হয়। 

সেসময় কারাবন্দিদের আক্রমণের কারণে কারারক্ষীরা চলে আসতে বাধ্য হয়। এমতাবস্থায়, চলামান দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দি মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি লুকিমুদ্দিন ওরফে লোকমানসহ (৫৪) অন্যান্য কারাবন্দিরা ভেতরের বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভেঙ্গে মই বানিয়ে বেলা বাউন্ডারির উপর দিয়ে পালিয়ে যায়।   

পরবর্তীতে কারারক্ষি ও সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

— সংবাদ বিজ্ঞপ্তি

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর