আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে বগুড়া পাঠানো হবে বলে সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোণা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রিপুর বিরুদ্ধে হত্যা মামলাসহ বগুড়া জেলার বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। র্যাব জানায়, রিপুর বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে ধরতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে র্যাব-১৪ একটি দল।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হয় রাগিবুল আহসান রিপু। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।