দেশে এখন
0

কিছু রাজনৈ‌তিক দল প্রতিবেশি দেশের ফাঁদে পা দিয়েছে: তারেক রহমান

কিছু রাজনৈ‌তিক দল প্র‌তিবেশি দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ৮ সে‌প্টেম্বর) বিকালে সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া উপজেলা ও পৌর বিএন‌পি আয়ো‌জিত বিশাল সমাবেশে ভার্চুয়া‌লি যুক্ত হয়ে তি‌নি এই মন্তব্য করেন।

তি‌নি বলেন, 'প্রতিবেশি দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈ‌তিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন। এজন্য আমাদের সজাগ থাকতে হবে।'

তারেক রহমান বলেন, 'দেশের ভিতরে বাইরে যারা কলকা‌ঠি নাড়ছে তারা চাই না দেশে গণতন্ত্র ফিরে আসুক। এক যুগেরও বে‌শি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। কলারোয়া সাতক্ষীরার মানুষের প্রমাণ। দুই যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।'

জনগণের সরকার প্র‌তিষ্ঠা করতে গেলে রাস্তা এক‌টি। এজন্য আন্দোলন করতে গিয়ে বিএন‌পির লক্ষ লক্ষ মানুষ খুন গুম মামলার শিকার হয়েছে। স্বৈরাচার পা‌লিয়েছে। কিন্তু জনগণের রাজনৈতিক অ‌ধিকার এখনো অ‌র্জিত হয়‌নি। এজন্য আমাদের আন্দোলন এখনো শেষ হয়‌নি। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্র‌তিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএন‌পির আন্দোলন চলবে বলেও জানান তিনি।

বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ ক‌রি যে এই দেশের হা‌রিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা আন্দোলন চা‌লিয়ে যাব।'

তি‌নি বলেন, 'বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে যেসব সম্ভাবনা আছে, তা সামনে এনে দেশকে এ‌গিয়ে নেয়া হবে।'

এসময় তি‌নি সাতক্ষীরার আম, টা‌লি, চিং‌ড়ি মাছ ও সুন্দরবনের কথা উল্লেখ করে এসব পণ্য উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার উদ্যোগ গ্রহণের কথা জানান।