অর্থনীতি
দেশে এখন
0

আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: ড. সালেহ উদ্দিন

আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। সামনে এটি আরও দৃশ্যমান হবে। আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিআইজিএমের সভা শেষে এই হুঁশিয়ারি জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

উপদেষ্টা বলেন, আর্থিক খাতে রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রথমত প্রিলিমিনারি উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরপর এগুলোর তদন্ত হবে, বিভিন্ন সংস্থা তদন্তের কাজ করবে। তদন্তের পর বিষয়টি আদালতে যাবে, জরিমানা হবে। সব দ্রুত হবে।’

সালেহ উদ্দিন আরও বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলতে পারবে এনবিআর।’ বাজার কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর