দেশে এখন
0

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল জুলাইয়ের কবিতা আবৃত্তি আসর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল জুলাইয়ের কবিতা শীর্ষক আবৃত্তি আসর অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। যেখানে অংশগ্রহণ করেছেন ঢাকা ও ঢাকার বাইরের দেড়শতাধিক শিল্পীরা।

সম্প্রতি ঘটে যাওয়া ৫ আগস্টে বিগত সরকার পতনের মাসব্যাপী আন্দোলনে প্রাণ হারিয়েছেন দেশের অজস্র মানুষ। আন্দোলনে হারানো প্রাণের দেহাবশেষ হয়তো মাটিতে মিশে গেছে কিন্তু প্রাণের আত্মত্যাগে রচিত হয়েছে কতশত কবিতা, গান আর আবৃত্তি।

তারই ধারাবাহিকতায় গত জুলাই-আগষ্টে নিহতদের স্মরণে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে সাধারণ আবৃত্তিশিল্পীবৃন্দের ব্যানারে লাল জুলাইয়ের কবিতা শীর্ষক আবৃত্তি, গান ও কবি কণ্ঠে কবিতা পাঠের আসর।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে লাল জুলাইয়ের কবিতার সূচনা হয়। কবিতাতে ফুটে উঠেছে বুলেটের আঘাতে রক্তাক্ত দেহের আর্তনাদ, প্রতিবাদী বজ্র ধ্বনি। নিহত আবু সাঈদের বুলেটে হারানো প্রাণ, মুগ্ধ'র পানি বিতরণসহ জুলাই হত্যাকাণ্ডের রক্তাক্ত চিত্র।

কবি-শিল্পীরা কলম দিয়ে উচ্চারণ করেছে বিগত সরকারের কর্তৃত্ববাদের বিরুদ্ধে শক্তিশালী শব্দমালা। কবিতায় তুলে ধরেছেন লাল জুলাইয়ের রক্তাক্ত চিত্র। তাঁদের স্মরণে আবৃত্তিকার'রা জানালেন বৈষম্যহীন সমাজ চায়।

উপস্থিত দর্শনার্থীরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এমন উদ্যোগ ভালো লেগেছে। নিহতদের স্মরণে এমন উদ্যোগ সাহিত্যের মাধ্যমে মানুষ মনে রাখবে।

আয়োজকরা জানালেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদদের স্মরণে ৪ জনের লাল জুলাইয়ের কবিতার আসরে কীভাবে ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি সাংস্কৃতিক দলসহ প্রায় দেড় শতাধিক আবৃত্তিশিল্পী, কবি ও সঙ্গীতশিল্পীর অংশগ্রহণের কথা।

লাল জুলাই কবিতা'র আসরে দেশাত্মবোধক গান আর কবি কণ্ঠে কবিতা বারবার স্মরণ করিয়েছে প্রতিবাদী পঙ্‌ক্তিমালা আর হারানো প্রাণের অমূল্য দেহদানে কর্তৃত্ববাদী শাসনের পরাজয়।

এই সম্পর্কিত অন্যান্য খবর