দেশে এখন
0

সাবেক মন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ড

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় শাজাহান খানকে।

এ সময় পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পরে রাজধানীর জিগাতলা এলাকায় ৪ আগস্ট গুলিতে নিহত কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় শাজাহান খানকে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর