দেশে এখন
0

ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে ‘স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিজ’

ভারতীয় পানি আগ্রাসনের ফলে ডুবেছে পুরো ফেনী জেলাসহ আশপাশের জেলাগুলো। প্রতিবাদে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিজ কর্মসূচি পালন করেছে ফেনীবাসী। আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফেনী শহরের ট্রাংক রোড শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের ডিন ও পরিবেশবিদ অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।

আমরা ফেনীবাসীর অন্যতম উদ্যোক্তা বুরহান উদ্দিন ফয়সলের উপস্থাপনায় কর্মসূচিতে ১১ দফা দাবি পাঠ করেন দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন, সাবেক বিএফইউজে সভাপতি এম আব্দুল্লাহ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম এবং দৈনিক ফেনী র সম্পাদক আরিফ রিজভী।

এছাড়া আরো বক্তব্য রাখেন নদী ও পানি বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাস, বাপার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমনসহ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ দিকে এসে সংহতি জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিল যুব সংগঠন, ইয়ুথ নেট গ্লোবাল, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার, মির্জা ফাউন্ডেশন বাংলাদেশ, লস্করহাট ব্লাড ডোনেশন ক্লাব, প্রয়াস ও ফেনী ফ্লাড রেসপন্স।

অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন আমরা ফেনীবাসীর অন্যতম উদ্যোক্তা আবদুল্লাহ হাসান।

এসএস