সকালে বিপুল পরিমাণ ছাত্র-জনতা নিয়ে রাজধানীর শাহবাগ থেকে শুরু হয় এ লং মার্চ। অংশগ্রহণকারীরা জানান, আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ, ইচ্ছেমতো পানি নিয়ন্ত্রণের প্রতিবাদে এই আয়োজন।
লং মার্চটি প্রথমে শাহবাগ ও পরে যাত্রাবাড়ী চৌরাস্তায় পথসভা করে। দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করার কথা রয়েছে।
এছাড়া বিকেল ৪টায় কুমিল্লার টাউন হলে সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি।