কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত, আহত ৫

দেশে এখন
0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে স্টারলাইন প‌রিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৩জনসহ মোট ৪ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে মহাসড়কের বাতিসা নানকরা এলাকায় এ দুর্ঘটনা‌ ঘটে। বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইছ উদ্দিন জানান, নানকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল।

ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এসময় ঢাকাগামী স্টারলাইন প‌রিবহনের একটি বাস গিয়ে মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়।

নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস এবং মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইএ