সব সরকারি-বেসরকারি হাসপাতাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা চিকিৎসকদের

দেশে এখন
0

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে দুপুর থেকে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটামসহ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

আজ (রোববার, ১ সেপ্টেম্বরে) দুপুরে কর্মবিরতির মধ্যে জরুরি বৈঠক শেষে এমন ঘোষণা দেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। চিকিৎসকদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন নার্সিং স্টাফরাও।

শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজে এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর এবং আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা বন্ধ করে দেন।

এতে করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। জরুরি সেবা বন্ধ থাকায় দুর্বিপাকে রোগী এবং স্বজনেরা।

শিল্পী আকতার নামে একজন কান্নাজড়িত কণ্ঠে অসুস্থ বাবাকে ডাক্তার না দেখাতে পেরে বলছিলেন কষ্টের কথা। এসেছিলেন মাদারীপুরের শিবচর থেকে। ইমার্জেন্সি ভর্তির জন্যে বঙ্গবন্ধু মেডিকেল থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজে। তবে তিনি ডাক্তারদের কর্মবিরতির কথা জানতেন না। গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে ছুটছেন এক কক্ষ থেকে অন্য কক্ষে।

তিনি বলেন, ‘যতক্ষণ না রোগী ঠিক হচ্ছে ততক্ষণ কিছুই ঠিক হবে না। কাউকে খুঁজে পাচ্ছি না।’

শিল্পীর মতো অনেকেই এসেছেন ঢাকা মেডিকেলে। চিকিৎসকদের বিরতিতে বিপাকে তারা।

শনিবার রাতে ডাক্তারদের ওপর হামলার ঘটনায় রোববার সকাল থেকেই কর্মবিরতিতে যান ইমার্জেন্সি ও ইন্টার্ন চিকিৎসকরা। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানান তারা। পাশাপাশি তাদের নিরাপত্তাসহ কয়েক দফা দাবির কথাও জানানো হয়। দাবি না মানা পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।

এক চিকিৎসক জানান, আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।

তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা মেডিকেলের নার্সিং স্টাফরা। তারা বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যেন ভালোভাবে ডিউটি করতে পারি এজন্য আমরা ডাক্তারদের সাথে একমত।’

এ ঘটনার জেড়ে হাসপাতালে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

যদিও এই ঘটনার জেরে এরই মধ্যে ঢাকা মেডিকেলের সামনে আইনশৃঙ্খলাবাহিনী নিয়োজিত করা হয়েছে। মূলত শনিবার রাতে চিকিৎসা নিতে আসা রোগী মারা গেলে ডাক্তারদের অবহেলার অভিযোগ এনে তাদের ওপর হামলা করেন স্বজনরা। এ ঘটনায় পুরো হাসপাতাল জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

tech

শিরোনাম
বাংলাদেশের বাণিজ্যের স্বার্থে আগামী দু-একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হবে আমেরিকার প্রেসিডেন্টের কাছে: প্রেস সচিব
শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধের কোনো প্রয়োজন নেই: চীনের গণমাধ্যম সিজিটিএনকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বান
ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে 'আধুনিক ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার
গভর্নর ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিকখাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা, জুনে ঋণচুক্তির বাকি অর্থছাড়ের ব্যাপারে আশাবাদী
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি তৈরি পোশাক রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
বাংলাদেশের বাণিজ্যের স্বার্থে আগামী দু-একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হবে আমেরিকার প্রেসিডেন্টের কাছে: প্রেস সচিব
শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধের কোনো প্রয়োজন নেই: চীনের গণমাধ্যম সিজিটিএনকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বান
ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে 'আধুনিক ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার
গভর্নর ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিকখাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা, জুনে ঋণচুক্তির বাকি অর্থছাড়ের ব্যাপারে আশাবাদী
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি তৈরি পোশাক রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা