নিহত ব্যক্তি দৌলতপুরের কার্তিকির কুল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, শনিবার রাত ১১ টার দিকে বাগমারা ব্রিজ সংলগ্ন মারকাজুল উলুম মাদ্রাসা রোডে অজ্ঞাত দুর্বৃত্তরা শাহীনকে গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহীন দৌলতপুরে সংঘটিত হুজি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন বলে জানায় পুলিশ। এ হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।