দেশে এখন
0

দুই মামলায় ফের ৬ দিনের রিমান্ডে পলক

রাজধানীর বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া সূত্রাপুর থানার ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যার মামলার অভিযোগে জুনায়েদ আহমেদ পলকের আরও ৩ দিনের রিমান্ড দেয়া হয়েছে।

আজ (রোববার, ১ সেপ্টেম্বর)সকাল সাড়ে ৬ টার দিকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ।। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

সেখানে পুলিশ ৭ দিনের রিমান্ড চায়। পরে মামলা শুনানি শেষে আদালত তাকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন।

এছাড়া আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে ২৫ আগস্ট লালবাগ থানার মামলায় জুনায়েদ আহমেদ পলককে রিমান্ড শেষে আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছে।

গত ১৫ আগস্ট রাজধানীর পল্টনে রিকশাচালককে হত্যা মামলায় পলকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত।

এর আগের দিন (বুধবার, ১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করা হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর