দেশে এখন
0

এস আলমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু

এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলমসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের প্রতারণা, জালিয়াতি ও হুন্ডির মাধ্যমে ১ লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ (শনিবার, ৩১ আগস্ট) সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এস আলমসহ সন্দেহভাজন ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে মাত্র একদিনের ব্যবধানে বাংলাদেশেই পিআর গ্রহণ করেছেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ও সাইপ্রাসসহ ইউরোপে বাংলাদেশ হতে অর্থপাচার করে তারা। এছাড়া তাদের নিজদের ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের নামে স্থাবর-অস্থাবর সম্পদ ক্রয় ও ব্যবসা পরিচালনা করেছে।

আরও বলা হয়, পাচারকৃত অর্থে সিঙ্গাপুরে প্রায় ২৪৫ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের 'ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড' নামক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

এ ছাড়া, ভুয়া নথি তৈরি, জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি-রপ্তানি করে। এছাড়া বিনিয়োগের নিমিত্তে নামে-বেনামে ছয়টি ব্যাংক থেকে ৯৫ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে বিদেশে পাচার করে।

বিদেশে শেল কোম্পানি (নাম সর্বস্ব প্রতিষ্ঠান) খুলে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ১৮ হাজার কোটি টাকা প্রতারণামূলকভাবে বিদেশে পাচার করেছেন।

এস আলম, তার স্ত্রী, সন্তানরা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে মানিলন্ডারিং অপরাধ করেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর
মানিলন্ডারিংয়ে কাট্টালি টেক্সটাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিআইডিকে নির্দেশ

শেখ হাসিনা এখন স্বাচ্ছন্দ্যে আছেন: রুহুল কবির রিজভী

অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে ১৫ বছরে তলানিতে অর্থনীতি

‘এস আলমের শেয়ার বিক্রি ও নতুন ইস্যু করে টাকা পুনরুদ্ধার করা হবে’

এস আলমের ঋণ আত্মসাৎ: কেন্দ্রীয় ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে তলব

খেলাপি ঋণের সব তথ্য সামনে আনলে ভয়াবহ তথ্য মিলবে!
খেলাপি ঋণের সব তথ্য সামনে আনলে ভয়াবহ তথ্য মিলবে!

ময়মনসিংহে আন্দোলনে নিহত দুইজনের লাশ উত্তোলন

১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি আদায়ে এস আলমের সম্পত্তি নিলামে

ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল ও সাবেক কর কমিশনার রঞ্জিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

শুল্ক কমার পরও বেড়েছে চিনির দাম

এস আলমের মালিক ও পরিবারের ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা