শিক্ষা
দেশে এখন
0

‘প্লিজ ফুল নিয়ে কেউ আমার বাসায় বা অফিসে আসবেন না’

ফুল নিয়ে কাউকে অফিসে বা বাসায় না আসার অনুরোধ জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আজ (মঙ্গলবার, ২৭ আগস্ট) বিকেল ৩টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।

ফেসবুকে দেয়া পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক বলেন, ‘প্লিজ ফুল নিয়ে কেউ আমার বাসায় বা অফিসে আসবেন না।’

তিনি আরো বলেন, ‘ভাইবোন/বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীরা দোয়া চাই। শহীদের রক্তের ঋণ যেনো কিছুটা শোধ করতে পারি। আমার ব্যক্তিগত কোন চাওয়া-পাওয়া নাই।’

এর আগে আজ দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধাদি ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএসএস (সম্মান) ও প্রথম শ্রেণিতে এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি ২০০২ সালে সিডনির দ্য ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৯৩ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন ড. এ এস এম আমানুল্লাহ। ১৯৯৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে যোগ দেন। এর পাশাপাশি তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও পাঠদানে যুক্ত ছিলেন।

তিনি আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমপিএইচ অ্যান্ড অ্যাপ্লায়েড সোশিওলজি প্রোগ্রামের উপদেষ্টা ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। একাধিক এনজিওর সাথেও তিনি কাজ করেছেন।

tech