আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তারের জন্য তার গুলশানের বাসায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ অভিযানের ভিত্তিতে তাৎক্ষণিকভাবেই গুঞ্জন রটে ডিবির হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন। সে হিসেবেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।
তবে সন্ধ্যার দিকে পুলিশের আরেকটি সূত্র গণমাধ্যমকে জানায়, ওই বাসায় অভিযান চালানো হলেও আরাফাতকে পাওয়া যায়নি।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে ব্যবসায়ী নিহতের ঘটনায় গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আসামি করা হয়।
গত ১৯ জুলাই রংপুরে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলায় গত ২০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, মোহাম্মদ এ আরাফাত, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
এর আগে গত ১২ আগস্ট প্রতিমন্ত্রী আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকর আর্থিক গোয়েন্দা বিভাগ এ নির্দেশ দেয়। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠিয়ে দেয়া হয়।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় বলা হয়েছে, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারী এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী ৩০ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেয়া হলো।
গত ৭ জানুয়ারি ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন আলী আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কৌশলগত ব্যবস্থাপনা ও নীতি বিভাগের অধ্যাপক, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান।
আরাফাত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। গত ৫ আগস্টে রাজধানীসহ সারাদেশে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা ক্ষমতার ছাড়ার পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে সংসদ সদস্য পদ হারান তিনি।