দেশে এখন
0

জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ধর্মীয় নেতারা। আজ (সোমবার, ২৭ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ঘণ্টা খানেকের সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ আরও অনেকে।

রেওয়াজ অনুযায়ী ধর্মীয় উৎসব বা বিশেষ দিনে সরকারপ্রধানের কার্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে থাকেন তারা। তারই ধারাবাহিকতায় আজ শুভেচ্ছা বিনিময় করেন ধর্মীয় গুরুরা।

প্রতিবারই জন্মাষ্টমী ঘিরে থাকে নানা আয়োজন। তবে, এবার বন্যায় দুর্গতদের কথা বিবেচনা করে সীমিত পরিসরে আয়োজন রাখা হয়েছে। আর এখান থেকে সাশ্রয় হওয়া অর্থ দেয়া হবে বন্যার্তদের ত্রাণ তহবিলে।

tech