দেশে এখন
0

বন্যার্তদের অর্থ সংগ্রহে নরসিংদীতে পথকনসার্ট

ফেনী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের সহায়তার লক্ষ্যে পথকনসার্ট করেছে নরসিংদীর সংস্কৃতিকর্মীরা। আজ (শুক্রবার, ২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্ম এলাকায় জেলার অর্থশত সংস্কৃতিকর্মী জড়ো হয়।

আমার সোনার বাংলা, জাত গেল জাত গেল বলে সহ বিভিন্ন দেশাত্মবোধক, লালন আর ভাটিয়ালী গানে গলা মেলায় সংস্কৃতিকর্মীরা। বন্যায় স্বপ্ন ভাসে নামে ৫ মিনিট ব্যাপ্তির একটি পথনাটক ও প্রদর্শন করে সংস্কৃতিকর্মীরা। একই সময় চলে ভাসমান বুথে টাকা উত্তোলন। ১০ টাকা থেকে শুরু করে ৫শ' টাকা পর্যন্ত নগদ অর্থ নিয়ে এগিয়ে আসে পথচারীরা।

গান গেয়ে উত্তোলিত অর্থ দিয়ে ঔষুধ ও শুকনো খাবার কেনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করা হবে বলে জানায় সংস্কৃতিকর্মীরা।

মিজানুর রহমান নামে এক সংস্কৃতি কর্মী জানান, আজ ২০ হাজার টাকার বেশি নগদ অর্থ সংগ্রহ হয়েছে।

নরসিংদী ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ কাদের সঞ্চয় বলেন, 'আমরা মানুষের পাশে থাকতে চাই। সেই লক্ষ্যেই নরসিংদীর সংস্কৃতিকর্মীরা আজ একত্রিত হয়েছে।'

মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারন সম্পাদক হাসান মাহমুদ সনেট বলেন, 'এরকম আয়োজন জেগে ওঠতে শেখায়। সংস্কৃতিকর্মীরা বরাবরই দেশের পাশে থাকে, মানুষের পাশে থাকে। এই আয়োজন একটু হলেও ঘুচাবে বানভাসী মানুষদের।'

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর