দেশে এখন
0

ঢাকায় জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দল

'গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার প্রতিষ্ঠার উপযুক্ত সময় এখন'

কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহত ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের বিষয়ে ঢাকা সফর করছেন জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল। আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাত দিনের সফরে আসা এই দলটি পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন।

প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার প্রতিষ্ঠায় এটিই হবে সবচেয়ে উপযুক্ত সময়।

এসময় প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেন, আমরা মূল তদন্ত দল নই বরং মূল দলের কাজের পরিধি কী হবে সেটা যাচাই করতে সফরে এসেছি।

মূল দলের তদন্তের ধারা, কাঠামো ঠিক করতেই তাদের এই সফর বলে জানান তিনি। আগামী সাত দিন এই প্রতিনিধি দল বাংলাদেশের নানা অংশীজনের সাথে আলাপ আলোচনা করবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলেও ক্ষত রয়ে গেছে বিভিন্নক্ষেত্রে। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সূত্রের হিসাবে জুলাই-আগস্টের আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছয় শতাধিক। সেই আন্দোলনে হামলা, হতাহত, অস্বাভাবিক পরিস্থিতি, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ সব নিয়েই যাচাই বাছাইয়ে জাতিসংঘের প্রতিনিধি দল এখন ঢাকায়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর