গত বৃহস্পতিবার বিকেল থেকে রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরইমধ্যে জেলার বেতারকেন্দ্র, আরশিনগর, মানিকছড়ি, দেপ্পোয়াছড়ি, শালবাগান, কলাবাগান এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাহত হচ্ছে যান চলাচল।
এমন অবস্থায় সড়কটিতে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। এরইমধ্যে সড়ক থেকে মাটি সরিয়ে নিতে কাজ শুরুর কথা জানান রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
এর আগে ২০১৭ সালের ১৩ জুন ভারি বৃষ্টিতে রাঙামাটি চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় পাহাড় ধসে মূল সড়ক প্রায় ১০০ ফুট খাদে পড়ে যায়। যাতে এই সড়কে ৩৩ দিন যান চলাচল বন্ধ থাকে।