প্রথম দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি উপেক্ষা করে ক্লাসে উপস্থিত হয় শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আর পুরোপুরি শ্রেণি কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষকরাও সন্তুষ্টি জানান।
এর আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি বিবেচনায় গত ১৭ জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর সেই আন্দোলন দানা বাঁধে সরকার পতনের আন্দোলনে। এতে ছুটি আরও দীর্ঘ হয়। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ৬ আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর। এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অন্যান্য কার্যক্রম চললেও ক্লাস ও পরীক্ষা স্থগিত ছিল। আন্দোলনে অনেক রন্ত আর সহপাঠীর জীবনের বিনিময়ে যে বিজয়, তা নিয়েই নতুন করে ক্লাসে ফিরে নতুন উদ্যোমে পড়াশোনা আবার শুরু করার কথা বলছেন শিক্ষার্থীরা।