২০ ডিসেম্বর প্রথমবারের মতো হাইব্রিড পদ্ধতিতে ওলসা তাদের নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। যার ফলে দেশে ও দেশের বাইরে থাকা ল্যাবরেটরিয়ানরা অনলাইনে ও সশরীরে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়ে ভোট দেন।
ভোটগ্রহণের দিন বিভিন্ন বয়সী ল্যাবরেটরিয়ানদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। উৎসবমুখর পরিবেশে ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণের দিন সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়। পরবর্তীতে ২৩ ডিসেম্বর রাতে ওলসার ফেসবুক পেইজের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়।
ওলসার এবারের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক আজম সিদ্দিকী। ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ এনামুল হক, ওয়াকার আহমেদ চৌধুরী, তারেক ভূঁইয়া জুন, তানভীর হায়দার পাভেল, সাইদুর রহমান।
সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন অনিক আর হক, জয়েন্ট সেক্রেটারি সামিউন নবী ও মাসুদ পারভেজ এবং ট্রেজারার হিসেবে মো. সালেহ উজ জামান নির্বাচিত হয়েছেন।
এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সিকদার মারুফ ইয়াজদানী, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মো. রাশিদুল ইসলাম, লিগাল অ্যান্ড কমপ্লায়েন্স সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন কর্নেল (অব.) মনিরুল ইসলাম, পিএসসি।
নতুন কমিটিতে প্রেস অ্যান্ড পাবলিকেশন্স সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন হাসিব হাসান চৌধুরী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি এনাম এলাহী মল্লিক, স্পোর্টস সেক্রেটারি মো. নুরুদ্দিন আল মাসুদ, কালচারার সেক্রেটারি হিসেবে সাফওয়াত ইয়ামীন সিরাজ সৌম্য নির্বাচিত হয়েছেন।
সংগঠনে সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন আহমেদ হুমায়ুন মোর্শেদ, অফিস সেক্রেটারি হয়েছেন ফয়সাল কুদ্দুস এবং নির্বাহী সদস্য হিসেবে মো. সাইফ হোসেন নিয়ন, ইমরুল হক শাওন, ইফতেহাদুল ইসলাম ফাহিম, মইনুল ইসলাম মাহিন, আবীদুল মুহাইমিন, রাশেদুজ্জামান খান (তন্ময়), অদম্য গহীন রেজা ও শরীফ আহমেদ শশীকে নির্বাচন করা হয়েছে।
ওলসার সংবিধান অনুযায়ী, আনুষ্ঠানিক ফল প্রকাশের ১০ দিনের মধ্যে নব-নির্বাচিত সদস্যরা ২০২৫-২০২৬ সালের ওলসা কার্যনির্বাহী পরিষদের কার্যক্রম শুরু করবেন।