স্বাস্থ্য
দেশে এখন
0

সহিংসতায় আহতদের মেডিসিন ফি রেখে বাকি টাকা ফেরতের অনুরোধ

কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আহতদের কাছ থেকে শুধু মেডিসিন ফি রেখে বেসরকারি হাসপাতালগুলোকে বাকি টাকা ফেরত দেবার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সনন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ (শনিবার, ১৭ আগস্ট) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি একথা জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, 'সহিংসতায় আহতদের কাছ থেকে যে সব বেসরকারি হাসপাতাল লাখ লাখ টাকা নিয়েছেন, তাদের মেডিসিন ফি রেখে বাকিটা ফেরত দেবার অনুরোধ করছি। এখন থেকে সরকারি বেসরকারি কোথাও সহিংসতায় আহতদের চিকিৎসা নিতে টাকা লাগবে না।'

তিনি বলেন, '৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতকে জনমুখী করার আশ্বাসের ক্ষণগণনা আজ থেকে শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। এসময় উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাট হয়েছে। কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আর হাসপাতালে চলতে দেয়া হবে না। রাজনৈতিক বলয় ও লাল ফিতার দৌরাত্ম্য শেষ করা হবে।'

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, 'আমরা স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে এখন থেকে কোথাও আহতদের চিকিৎসা নিতে টাকা লাগবে না। কিন্তু এরইমধ্যে আমরা দেখেছি বেশকিছু বেসরকারি হাসপাতাল শিক্ষার্থীদের থেকে চিকিৎসার নামে লাখ লাখ টাকা বিল করেছে।'

ইতোমধ্যে যারা বিল পরিশোধ করেছেন তাদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর