দেশে এখন
0

‘সালমান এফ রহমান সেদিন হাসিনার সাথে প্লেনে উঠতে চেয়েছিলেন, কিন্তু তাকে নেয়নি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সালমান এফ রহমান সেদিন হাসিনার সাথে প্লেনে উঠতে চেয়েছিলেন, কিন্তু হাসিনা তাকে নেয়নি। আজ (বৃহস্পতিবার, ২৫  আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন। আমরা তার জন্য দোয়া করি। যারা গণতন্ত্রকে ভালোবাসে তারা দেশনেত্রীকে ভালোবাসবে।’

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা ছিনতাই চুরি করছে তাদের ধরেন। বিএনপির নামে অনেকে এ রকম অপকর্ম করছে। সতর্ক হোন।’

তিনি বলেন, ‘আন্দোলন শেষ হয়নি, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ১৭ বছর সংগ্রাম করেছি। হয়তো আরো কিছু দিন করতে হবে।’

এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির নেতাকর্মীদের কর্মকাণ্ডও তুলে ধরেন মির্জা আব্বাস।

গত ৫ আগস্ট শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের মুখে দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। গুঞ্জন রয়েছে ওইদিন শেখ হাসিনার সঙ্গে তার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও ভারতে চলে যান।

গত মঙ্গলবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। গতকাল আদালতে তোলার পর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।

এ প্রসঙ্গে মির্জা আব্বাস সমালোচনা করে বলেন, ‘সালমান এফ রহমান সেদিন হাসিনার সাথে প্লেনে উঠতে চেয়েছিলেন, কিন্তু হাসিনা তাকে নেয়নি।’

বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আল্লাহর হুকুমেই হাসিনাকে পালিয়ে যেতে হল। যেখানে তার নাড়ি পোতা সেখানেই। সেখানে বসেই দেশে আবার অরাজকতা করতে চেষ্টা করছে হাসিনা।’

আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গত ১৫ বছরে বিরোধী দলমত ও সাধারণ মানুষের ওপর যে অত্যাচার করেছে এবং দেশের টাকা পাচার করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বিচারের দাবি করেন তিনি। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গণহত্যা, খুনের বিচার চাই।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়েছেন। এখন তারেক রহমানসহ সবার সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানাই। বিএনপি ১৫-১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে যে কষ্ট করেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে শান্তি ফিরে এলে ও পরিস্থিতি ভালো হলে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।’

এ সময় তিনি আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।

tech