অপরাধ ও আদালত
দেশে এখন
0

সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে আটক করা হয়।

আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকার নিউমার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ওসি।

আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এর পর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান। ১১ জানুয়ারি মন্ত্রী পদমর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। শিল্পপতি সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে।

শেখ হাসিনার দেশত্যাগের পরই আওয়ামী লীগ সরকারের অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও অন্যান্য নেতারা আড়ালে চলে যান। অনেকে দেশত্যাগের চেষ্টা করেন, গা ঢাকা দেন দলটির প্রথম সারির নেতারা।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত ৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৩টার দিকে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

একইদিন আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। পরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর