আবারো মেট্রো চালু হলে ভোগান্তি কমবে রাজধানীবাসীর

0

আগামী এক সপ্তাহের আগেই চালু হচ্ছে মেট্রোরেল। এ ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানিয়েছেন, পুনরায় চালু করার আগেই দু'একদিন পরীক্ষামূলকভাবে সবকিছু চালিয়ে দেখা হবে। এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, পুনরায় চালুর এ পর্যায়ে মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে যা সংস্কার করে পুনরায় চালু করা হবে।

মেট্রোর সুবিধায় জীবন যেমন সহজ হয়েছিল মানুষের, মেট্রো চলাচল বন্ধ থাকায় আবারও ফিরেছে সেই ভোগান্তি। মিরপুরে আবারও ফিরেছে সেই চিরচেনা যানজট।

একজন যাত্রী বলেন, 'গুলিস্তান থেকে এই মিরপুরে আসতে প্রায় আড়াই ঘণ্টা লাগলো। আবার মিরপুর-১ থেকে মিরপুর-১০ নম্বরে আসতে সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিট লাগে। সেখানে এখন ৩০ মিনিটের বেশি লাগে। মিরপুর আর উত্তরার বাসিন্দারা এই যানজটের শিকার বেশি হচ্ছে। এই মেট্রোরেল বন্ধ থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে।'

উত্তরা থেকে মতিঝিল পুরো মেট্রো লাইনে স্থবিরতা রয়েছে। মূলত ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বহুদিন ধরে বন্ধ আছে মেট্রোরেল। কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক সময়ে মেট্রো লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে, বিশেষ করে মিরপুর ১০ এবং কাজিপাড়া স্টেশন। কিন্তু মানুষের প্রশ্ন, বাকি স্টেশনগুলো ঘিরে মেট্রো চলাচলে সমস্যা কী?

একজন যাত্রী বলেন, 'মেট্রোরেল তো অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কেন চালু করা হচ্ছে না সেটা বুঝতেছি না। এই দু'টার জন্য তো সবগুলো বন্ধ করা উচিত না। প্রথমে তো অর্ধেক অর্ধেক করেই চালু হয়েছিল। সেভাবেই একটা একটা করে চালু করলেই হয়।'

বন্ধ থাকার প্রায় ২৫ দিন পর মেট্রো চালুর করার ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পুনরায় মেট্রো চালু করতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন তারা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, তাদের লক্ষ্য এক সপ্তাহের আগেই জনসাধারণের জন্য পুনরায় মেট্রোরেল খুলে দেয়া।

এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, 'আমরা ট্রায়াল চালানোর জন্য কাজ করছি, যতদ্রুত সম্ভব আমরা খুলে ফেলবো। তবে, এই সপ্তাহের মধ্যেই চালু করা হবে। সবকাজই চলছে, কোনোকাজই বন্ধ না।'

এ ব্যাপারে যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন, মানুষের জীবন সহজ করতে নেয়া এসব প্রকল্প যেন নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে পারে, সেটি কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।

যোগাযোগ ও গণপরিবহন বিশেষজ্ঞ শামসুল হক বলেন, 'মেট্রোরেলের দু'টি স্টেশনের তলার আগুনে কিছু কিছু জায়গায় ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। আগে থেকেই বলে দেয় যে, মেট্রোরেল ঠিক করতে একবছর সময় লাগবে। এই উন্নয়নগুলো পারসোনাল লাভজনিত কারণেই হয়েছে, সেজন্য এখানে অনেক নজরদারি দিতে হবে।'

পুনরায় চালু করার লক্ষ্যে শিগগিরই ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

tech

শিরোনাম
বরাদ্দের অর্ধেক টাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে: প্রধান উপদেষ্টা; সহযোগিতা ও সহমর্মিতায় স্বনির্ভর জাতি গড়ে তোলার তাগিদ; ৪ জেলায় ঘরের চাবি হস্তান্তর
যুদ্ধ চাই না, বর্তমান বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী: বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
২২৬টি মামলা হয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, শেখ হাসিনার এমন বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা; ট্রাইব্যুনালের বিচারকাজে বাধা ও হুমকির অভিযোগে আদালত অবমাননার আবেদন করেছে প্রসিকিউশন টিম
সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি দিয়ে সম্প্রীতি বিনষ্ট করছে একটি গোষ্ঠী: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, দেশে ফিরবেন শিগগিরই: ব্যারিস্টার কায়সার কামাল
নয়াপল্টনে কাল দুপুর ২টায় শ্রমিক সমাবেশ করবে বিএনপি: রুহুল কবির রিজভী
নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনে যাবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান
নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণের অপচেষ্টা হচ্ছে: মামুনুল হক
বরাদ্দের অর্ধেক টাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে: প্রধান উপদেষ্টা; সহযোগিতা ও সহমর্মিতায় স্বনির্ভর জাতি গড়ে তোলার তাগিদ; ৪ জেলায় ঘরের চাবি হস্তান্তর
যুদ্ধ চাই না, বর্তমান বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী: বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
২২৬টি মামলা হয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, শেখ হাসিনার এমন বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা; ট্রাইব্যুনালের বিচারকাজে বাধা ও হুমকির অভিযোগে আদালত অবমাননার আবেদন করেছে প্রসিকিউশন টিম
সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি দিয়ে সম্প্রীতি বিনষ্ট করছে একটি গোষ্ঠী: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, দেশে ফিরবেন শিগগিরই: ব্যারিস্টার কায়সার কামাল
নয়াপল্টনে কাল দুপুর ২টায় শ্রমিক সমাবেশ করবে বিএনপি: রুহুল কবির রিজভী
নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনে যাবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান
নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণের অপচেষ্টা হচ্ছে: মামুনুল হক