আজ (রোববার, ১১ আগস্ট) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি খুবই পরিষ্কার ভাষায় বলছি, রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি না। ফ্যামিলি প্রপার্টি না। একজনের ইচ্ছেমাফিক রাষ্ট্র চালানো যায় না। দেশের রাজনীতি এমনভাবে নষ্ট করা হয়েছে যে, আর কেউ এখানে প্রবেশ করতে পারে না। ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে। এটা দুঃখজনক।’
তিনি বলেন, ‘একটা রাষ্ট্রের রাজনীতি এভাবে হয় না, এভাবে চলতে পারে না, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না।’
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘একজনের ইচ্ছামতো রাষ্ট্র চালানো যায় না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই। কিন্তু লাখ লাখ মানুষ যুদ্ধ করেছে। ত্রিশ লাখ মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। এ রাষ্ট্র স্বাধীন হয়েছে। এটি কারো ব্যক্তিগত সম্পত্তি না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি চাটুকারদের রাজনীতি। এখানে কোনো রাজনীতিবিদ তৈরি হয়নি, চাটুকার তৈরি হয়েছে। এমন চাটুকার তৈরি করা হয়েছে, যারা মানুষ মরে গেলেও বলে সব ঠিক আছে। এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। বর্তমানে যে-সব দল আছে তাদের রাজনীতি চলবেই, সেগুলো বন্ধ করা যাবে না। কিন্তু আপনার পুনর্গঠন করেন, চাটুকার বাদ দেন।’