অপরাধ ও আদালত
দেশে এখন
0

শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

বঙ্গভবনে আরও ২ উপদেষ্টার শপথ অনুষ্ঠিত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। আজ (রোববার, ১১ আগস্ট) দুপুর পৌনে একটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। প্রধান বিচারপতি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা বিধান চন্দ্র রায় ও সুপ্রদীপ চাকমা আজ শপথ নিয়েছেন।

এর আগে গতকাল (শনিবার, ১০ আগস্ট) সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। গতকাল (শনিবার, ১০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে একই দিন দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। শনিবার দুপুর ২ টার দিকে তিনি পদত্যাগপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।

আপিল বিভাগের ওই ৫ বিচারপতি হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

পদত্যাগের কারণ হিসেবে ওবায়দুল হাসান সুপ্রিমকোর্টের ভবন রেকর্ড, কোর্ট প্রাঙ্গণ, বিচারপতিদের বাড়ি ঘর, জাজেজ টাওয়ার, বিচারপতিদের শারীরিক হেনস্তা এবং জেলা জজ কোর্ট ও রেকর্ড রুম রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছিলেন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর