২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিতদের চাকরি ফেরত নিয়ে রায় কাল

অপরাধ ও আদালত
0

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজ (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়।

এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন।

ওই বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ রায় দেন।

এ রায় পুনর্বিবেচনা চেয়ে ১ হাজার ১৩৭ জনের পক্ষে ১৪০ জন পৃথক আবেদন করেন। আইনজীবী বলেন, ১৬ বছরের আইনি লড়াই কাল শেষ হতে যাচ্ছে।

এদেরকে বেআইনি ভাবে বাদ দিয়ে দেয়া হয়েছে।এ মামলা করতে গিয়ে আমরা সর্বোচ্চ আদালতকে দেখিয়েছি বাংলাদেশে জুডিশিয়াল অ্যানার্কি কিভাবে হয়েছে।বিচার বিভাগে কিভাবে ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে।

এএইচ