রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিয়ে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২ মার্চ নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালকসহ বেশ কয়েকজন ব্যক্তিকে প্রধান বিচারপতির সমমানের রাখা হয়েছে। যে কারণে ক্ষোভ জানায় হাইকোর্ট।
আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) ২ মার্চের এই প্রজ্ঞাপন ৩ মাসের জন্য স্থগিত করে, প্রজ্ঞাপনের ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ তলব করেছেন হাইকোর্ট।
বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীরের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এসময় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট থেকে সেখানে স্বরাষ্ট্র সচিবের সাথে একই নিরাপত্তা প্রটোকল পাবেন প্রধান বিচারপতি, এটা কি ধরনের আচরণ?
সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, ‘প্রটোকল হলো রাষ্ট্রের পদমর্যাদার সাথে জড়িত। কে রাষ্ট্রপতি, কে বিচারপতি হলেন তার সাথে প্রটোকলের সম্পর্ক নেই। যিনিই প্রধান বিচারপতি হবেন তিনিই প্রটোকল পাবেন।’
এসময় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, রাষ্ট্র পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগে রিভিউ শুনানি অমিমাংসিত থাকলেও প্রজ্ঞাপন জারি করে সংবিধান ও বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে।
এদিকে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ২৭ এপ্রিল রিভিউ শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ।