ধর্ম
দেশে এখন
0

ধর্মীয় সম্প্রীতি নষ্ট করলে আইনগত ব্যবস্থা : অধ্যাপক ড. খালিদ হোসেন

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (শনিবার, ১০ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টে (বিয়াম) এ কথা জানান তিনি।

অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে সংখ্যালঘু ও নৃগোষ্ঠীর ঘর-বাড়ি, জানমালের ওপর এক শ্রেণির দুর্বৃত্তের হামলার তথ্য অভিযোগ আসছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই এটি সরকারকে অস্থিতিশীল করার পায়তারা। যারা এ ধরনের চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘একটা গোষ্ঠী উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সচেষ্ট থাকবে সরকার। হামলার ঘটনা ঘটলে দ্রুত যোগাযোগের জন্য হটলাইন চালু করা হবে।’

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলার উন্নতি সাধন এবং ভঙ্গুর অর্থনীতি উন্নতি করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য।’

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বলেন, ‘ওমরাহ ও হজ্জ ব্যবস্থাপনা আরো সহজতর করা হবে। অন্যায় সিন্ডিকেট ভেঙ্গে দেয়া হবে। অন্যায়ের কাছে মাথা নত করবো না।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর