অপরাধ ও আদালত
দেশে এখন
0

সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

আপিল বিভাগ থেকে সব বিচারপতির অপসারণের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সন্ধ্যার মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে সরে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। আজ (শনিবার, ১০ আগস্ট) দুুপুরে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে কথা বলে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের আজ (শনিবার, ১০ আগস্ট) পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট চত্বরে সকাল ১১ টা থেকে অবস্থান করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা দুপুর ১টার মধ্যে বিচারপতির পদত্যাগের আল্টিমেটামও দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা চাই না হাসিনার দোসরা হাইকোর্ট থেকে গোপন নথি সরিয়ে ফেলুক। পদত্যাগপত্র হাতে না আসা পর্যন্ত আমরা শিক্ষাচত্বর ছাড়বো না।’

এদিকে আপিল বিভাগ থেকে সব বিচারপতির অপসারণেরও দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে শনিবার একটি জরুরি ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আদালত ঘেরাওয়ে কর্মসূচি দেয়ার পরে সেটি স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপরই পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেয়া হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডাকায় হাইকোর্ট অভিমুখে মিছিলের ডাক দেয় সমন্বয়করা। এরপর কয়েকশ' শিক্ষার্থী হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নেয়।

tech