দেশে এখন
0

ছুটির দিনেও সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত শিক্ষার্থীরা

সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীসহ সারাদেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। বৃক্ষরোপণের পাশাপাশি দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি ও দেয়াল লিখন। রাষ্ট্র সংস্কারের নানা ধরনের উদ্যোগে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন সাধারণ মানুষ।

কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই স্বৈরাচারী ব্যবস্থাকে ধিক্কার জানিয়ে দেয়ালে দেয়ালে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেছেন শিক্ষার্থীরা। লেখা হয় বিভিন্ন স্লোগান। এবার সেই ছাত্ররাই রঙ তুলিতে লিখছেন বিজয়ের গল্প।

লাল তুলিতে ফুটে উঠছে স্বাধীনতার কথা। লেখা হচ্ছে ছাত্র-জনতার শোক আর ত্যাগের নানা গল্পগাঁথা।

একজন শিক্ষার্থী বলেন, 'সকাল আটটা থেকে আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা বাটা সিগন্যাল থেকে শুরু করি। যে দেয়ালগুলো আমরা নিজেরা নষ্ট করে অনেক স্লোগান লিখেছি, সেগুলো এখন আমরা মুছে দেয়াল পরিপূর্ণভাবে সাজাচ্ছি।'

সাপ্তাহিক ছুটির দিনেও সড়কে শৃঙ্খলা ফেরাতেও ক্লান্তিহীন কাজ চলছে। দায়িত্বটা খুব বড় তাই খাবার খাওয়ারও যেন সময় নেই। রাস্তায় দাঁড়িয়েই দুপুরের খাবার খেয়ে নেন অনেকে। ট্রাফিক পুলিশ না আশা পর্যন্ত এই দায়িত্ব পালন করতে চান শিক্ষার্থীরা।

একজন শিক্ষার্থী বলেন, 'গত চার দিনে ঢাকা শহরের ট্রাফিকের যে শৃঙ্খলা আসছে আমরা চাই এটাই অব্যাহত থাকুক। অনেককে দেখতে পাচ্ছি বয়স ১৮ হয়নি, তারা গাড়ি চালাচ্ছে, কিন্তু তাদের কোনো লাইসেন্স নেই। আমরা চাই সবাই ট্রাফিক আইন মেনে চলুক।'

সড়কে শুধু শৃঙ্খলাই নয়, পরিস্কার পরিচ্ছন্নতার কাজেও নেমেছেন শিক্ষার্থীরা। পাড়া মহল্লা কিংবা সড়কের পাশে লাগানো হচ্ছে নানা প্রজাতির গাছ।

তরুণদের এমন সব উদ্যোগেই এগিয়ে যাবে দেশ, তাই শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে সাধারণ মানুষ।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর