প্রবাস
দেশে এখন
0

অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত প্রবাসী বাংলাদেশিদের

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের পর দীর্ঘ ১৬ বছর পর রাজনৈতিক পালাবদল দেখলো বাংলাদেশ। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, দেশে সুশাসন ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেবে নতুন সরকার। পাশাপাশি বিমানবন্দরে হয়রানি বন্ধে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি প্রবাসীদের।

পালাবদলের ঝড়ো হাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বাংলাদেশে তৈরি হয় রাজনৈতিক শূন্যতা। তিনদিন সরকারবিহীন থাকার পর ড. ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের আশা, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ফিরিয়ে আনবে সুশাসন, দুর্নীতিমুক্ত হবে প্রশাসন।

যুক্তরাষ্ট্রের একজন প্রবাসী বলেন, 'আমাদের দেশ একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ হবে। এখানে কোনো অরাজকতা, দুর্নীতি হবে বলে আশা করি আমরা। বাংলাদেশের এই বাজে অবস্থায় ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন, আশা করি তিনি বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করবেন। বাংলাদেশকে পৃথিবীতে একটা সম্মানিত অবস্থানে নিয়ে যাবে বলে আমরা মনে করি।'

সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসীর বসবাস সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের ঢেউ লেগেছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতেও। অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা, এবার বিমানবন্দরে বন্ধ হবে হয়রানি। পাশাপাশি নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ীদের।

ইউএই'য়ের তৈরি পোশাকশিল্প উদ্যোক্তা মাজহারুল ইসলাম মাহবুব বলেন, 'এই নতুন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের প্রবাসীদের যেন বিমানবন্দরে হয়রানি বন্ধ হয়। আমরা প্রবাসীরা যেন বিভিন্ন সুযোগ-সুবিধা পাই।'

অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের প্রবাসী বাংলাদেশিরাও। বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর কথাও জানান প্রবাসীরা।

একজন প্রবাসী বলেন, 'নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় তাকে প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং তার সাথে অন্য প্রবাসীদেরও আমরা শুভেচ্ছা জানাই। প্রবাসীদের আমি বলবো এখন আপনারা দেশে বেশি বেশি রেমিট্যান্স পাঠান। বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের আহ্বান জানাবো।'

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োগ পেয়েছেন ১৬ উপদেষ্টা।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর