দেশে এখন
0

বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: খালেদা জিয়া

সব ধরনের বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

আজ (৭ আগস্ট) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত সমাবেশে দেওয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দি অবস্থায় কারামুক্তি এবং রোগমুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন, দোয়া করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি।’

দুই মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও বার্তায় খালেদা জিয়া বলেন, ‘দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি ও গণতন্ত্রের ধংসস্তূপ থেকে এক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর