দেশে এখন
0

দ্রততার সঙ্গে জাতীয় নির্বাচন করার আহ্বান তারেক রহমানের

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দ্রুততার সঙ্গে জাতীয় নির্বাচন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।

আজ (বুধবার, ৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন বলেন, ‘বিগত ১৫ বছর পুরো বাংলাদেশকেই বন্দী করে ফেলা হয়েছিল। বিরোধী মতের মানুষদের আয়না ঘরে আটকে রাখা হতো। আজ আমাদের প্রিয় বাংলাদেশ আয়না ঘর মুক্ত। বাংলাদেশের সাহসী ছাত্রজনতাকে বিরোচিত অভিনন্দন।’

তিনি বলেন, বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পর ২০২৪ সালে দেশের মানুষ একটি বার্তাই দিয়েছে। সেটি হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর