ফরিদ উদ্দিন আহমদ বলেন, 'স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা ১১ আগস্ট থেকে হচ্ছে না। তবে, কবে থেকে হবে তা পরিস্থিতি বিবেচনায় জানানো হবে।'
পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলন, সমাবেশ, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয়। এই অবস্থায় প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হয়। পরবর্তীতে আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়।
তারপর ১ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ডের এক সিদ্ধান্তের পরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শিক্ষাসচিব জানালেন, ১১ আগস্ট থেকেও হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা।