দেশে এখন
0

শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী উত্তাল পরিস্থিতিতে তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে বর্তমানে যিনি ভারতে অবস্থান করছেন।

আজ (মঙ্গলবার, ৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সূত্রে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানা গেছে।

এদিকে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশে যুক্তরাজ্য ভ্রমণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

আজ শেখ হাসিনা প্রসঙ্গে এনডিটিভির কাছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন।

গতকাল (সোমবার, ৫  আগস্ট) ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এর পরই তিনি ভারতে পালিয়ে যান।

বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর