প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে আলোচনার পর চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন সেনাপ্রধান।
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘সবার সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সরকার গঠনের মাধ্যমে দেশের কার্যক্রম পরিচালনা করা হবে।’
তিনি বলেন, ‘সেনাবাহিনীর ওপর ভরসা রাখুন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সংঘাতের মাধ্যমে কোনো কিছু অর্জন হবে না।’
ওয়াকার-উজ-জামান বলেন, ‘প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার করা হবে। এজন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা আর সংঘাতের পথে যাবেন না।’
কারফিউ বা জরুরি অবস্থার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, শান্তি বজায় থাকে তাহলে জরুরি অবস্থা তুলে দেয়া হবে।’
সেনাপ্রধান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আজই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করা হবে। রাতের মধ্যেই সমাধান আসবে বলে আমরা আশাবাদী। তবে আমাদের এক দুই দিন সময় দিতে হবে।’
সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে জামাত, বিএনপি, জাতীয় পার্টির শীর্ষ নেতা, সুশীল সমাজ ও শিক্ষাবিদ আসিফ নজরুল উপস্থিত থাকলেও আওয়ামীলীগের কেউ সেখানে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন সেনাপ্রধান।