দেশে এখন
0

পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান টিআইবি'র

কোনরকম টালবাহানা বা কালক্ষেপণ না করে বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ (রোববার, ৪ আগস্ট) সকালে টিআইবির ঢাকার ধানমণ্ডির প্রধান কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে “মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিতে চাই রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ” প্রতিপাদ্যে ঢাকা ও সকল সনাক অঞ্চলে একযোগে মানববন্ধনের আয়োজন করে টিআইবি।

এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বহুমাত্রিক ও বহুপর্যায়ে নজিরবিহীন ও নির্মম মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে এবং  জাতীয় ও আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের  উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা সহ ১১দফা দাবি জানান।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর