অপরাধ ও আদালত
দেশে এখন
0

আন্দোলনে গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

সাতক্ষীরায় ৬ জনের জামিন

বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ (শুক্রবার, ২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-সিএমএম আদালতের বিচারক মো. রশিদুল আলম ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। পরে সিজিএম আদালতে আরও ৫ জনের জামিন শুনানি হয় এবং তাদের জামিনও মঞ্জুর করেন আদালত। এছাড়া সাতক্ষীরায় গ্রেপ্তার হওয়া ৬ শিক্ষার্থীকেও জামিন দেয়া হয়েছে।

জামিন শুনানি শেষে এ তথ্য জানান শিক্ষার্থীদের পক্ষে আবেদনকারী আইনজীবী মোহাম্মদ সাইদুল ইসলাম।

তিনি বলেন, 'চলমান আন্দোলনে আটক এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা সাপেক্ষে এ জামিনের ব্যবস্থা করা হয়েছে।'

আইনজীবী সাইদুল ইসলাম শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্বেচ্ছায় এ আবেদন করেছেন বলেও জানান।

এসময় প্রত্যেক শিক্ষার্থীর এক হাজার টাকা জামানত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন সিএমএম আদালত। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জামিন পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৪১ জন।

একইদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেয়া হয়েছে।

আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিচার বিভাগীয় তদন্তের ব্যাপারেও সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের আটক না করতে নির্দেশ দেয়া হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।